
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কয়েক সপ্তাহের উদ্বেগের অবসান। শেষপর্যন্ত চার বছরের ছেলে কোথায় তা আদালতকে জানালেন নিকিতা সিংহানিয়া। ডিসেম্বরে বেঙ্গালুরুর প্রযক্তিকর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয় দেশজুড়ে। স্ত্রীর ও তাঁর পরিবারের অত্যাচারেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে সুইসাইড নোটে জানিয়েছিলেন অতুল। গ্রেপ্তার করা হয়েছিল স্ত্রী নিকিতা ও তাঁর মা ও ভাইকে। সেই সময়ই অতুলের বাবা ও ভাই অতুলের চার বছরের ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার অতুলের স্ত্রী নিকিতা সিংহানিযা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তাঁদের সন্তান হরিয়ানার ফরিদাবাদের এক বোর্ডিং স্কুলে পড়ছে। নিকিতার আইনজীবীর দাবি, ছেলেটিকে বেঙ্গালুরুতে আনা হতে পারে, যাতে সে তার মায়ের সঙ্গে থাকতে পারে।
অতুলের মা অঞ্জু দেবী তার নাতিকে নিজের কাছে রাখতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নিকিতার আইনজীবী আজ আদালতকে জানান, চার বছর বয়সী শিশুটি ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছিল এবং তার মায়ের গ্রেপ্তার এবং জামিনের সময় সেখানেই ছিল। তবে শিশুটিকে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করতে হবে কারণ নিকিতাকে তার জামিনের শর্ত অনুযায়ী সেখানে থাকতে হবে।
সুপ্রিম কোর্টে এ দিন নির্দেশ দিয়েছে য়ে, পরবর্তী শুনানির দিন শিশুটিকে আদালতে হাজির করতে হবে।
এর আগে অতুলের বাবা পবনকুমার মোদি বলেছিলেন, "আমরা কেউই জানি না ও (নিকিতা) আমাদের নাতিকে কোথায় রেখেছে। তাকে কি মেরে ফেলা হয়েছে, নাকি বেঁচে আছে… আমরা কিছুই জানতে পারছি না। আমি আমার নাতিকে আমাদের কাছে পেতে চাই।" সেই সঙ্গেই পবনের দাবি করেন, তিনি কোনওদিন নিজের নাতিকে কোলে নেওয়া দূরে থাক চোখেই দেখেননি। যা কথোপকথন হয়েছে সবই ভিডিও কলে। পুত্রহারা বাবা এবার নিজের নাতিকে কাছে চান।
বেঙ্গালুরুর একটি আবাসন থেকে প্রযুক্তি কর্মী অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধার হয় ২৪ পাতার সুইসাইড নোট। যেখানে স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ-সহ স্ত্রীর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন যুবক। মৃত্যুর আগে ৮০ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন অতুল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন কোরো না!" এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এরপর নিকিতাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই মুহূর্তে তাঁরা জামিনে মুক্ত।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের